প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৬:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক:ইংরেজি শেখাকে সহজ, আনন্দদায়ক ও সবার জন্য আত্মবিশ্বাসী এক বিষয় হিসেবে গড়ে তুলতে কাজ করছেন ষড়পল্লী উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী সায়েদ আহমেদ জিসান।২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পর থেকেই জিসানের ইংরেজি শেখার যাত্রা শুরু। নিজের আগ্রহ ও আত্মপ্রচেষ্টায় তিনি দ্রুতই আইইএলটিএস সম্পন্ন করেন এবং বর্তমানে একটি স্টাডি অ্যাব্রড কনসালটেন্সিতে কর্মরত আছেন।পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে তিনি ছোট ছোট ইংরেজি শেখার কনটেন্ট তৈরি করেন— যেখানে জটিল ব্যাকরণ বা শব্দভাণ্ডার নয়, বরং সহজভাবে শেখা ও প্রয়োগের দিকেই বেশি জোর দেন। তার পরিচালিত অনলাইন ও অফলাইন স্পোকেন ইংরেজি ক্লাস থেকে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আইইএলটিএস সম্পন্ন করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে।সম্প্রতি জিসান নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করেছেন, যেখানে তিনি তুলনামূলকভাবে দুর্বল শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন।তার কথায়—> “আমি চাই, ইংরেজি যেন কারও কাছে ভয় না লাগে। সবাই যেন আত্মবিশ্বাস নিয়ে শিখে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারে।”বর্তমানে সায়েদ আহমেদ জিসান সিলেটের এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার এই প্রচেষ্টা তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছে।
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৬:৩৯ পিএম… চ্যানেল আর
alert(1)