এ নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল R কে উমামা বলেন,
২০১৯ সালে এক নাটকীয়তার মাঝে সাইবার সিকিউরিটিতে আমার পথচলা। শুরুতে বিভিন্ন টিমে কাজ শিখে উচ্চাঙ্গের কাজ শিখার জন্য বেশকিছু প্রিমিয়াম কোর্স করে থাকি। এবং কয়েকটি আইটি প্রতিষ্ঠানে কোর্স শেষে কৃতিত্বের সাথে সার্টিফিকেটও লাভ করি আলহামদুলিল্লাহ। সাধারণত সাইবার সিকিউরিটি এক্সপার্টদের উদ্দেশ্য হয়ে থাকে সিটিজেনদের অনলাইন জগত নিরাপদ রাখা ও সেটাকে আয়ের উৎস হিসেবে গ্রহণ করা। তবে আমার উদ্দেশ্য সামান্য ভিন্ন। কাজ শিখার পর থেকেই আমার উদ্দেশ্য হয়ে যায় অনলাইন থেকে অশ্লীলতা ও ধর্মবিদ্বেষীতাকে প্রতিরোধ করা। সেজন্য সোশ্যাল মিডিয়া সিকিউরিটির সকল কাজ জানা থাকা সত্ত্বেও শুধুমাত্র অন্যায় প্রতিরোধকেই আমি বেছে নিয়েছি এবং তদনুযায়ী কাজ করে যাচ্ছি।আমার উদ্দেশ্যের সাথে মিল থাকাতে বর্তমানে KFF Cyber Team নামক একটি টিমের সহকারী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছি। আশাকরি ভবিষ্যতে এটি একটি মহা বিপ্লবের সৃষ্টি করবে ইনশাআল্লাহ। তাছাড়া হ্যাক ও সাসপেন্ড একাউন্ট/পেইজ, ইউটিউব চ্যনেল, টুইটার, ওয়াটসএপ ইত্যাদি রিকোভার করা, হেরেসমেন্ট কেইস সল্ভ করা সহ নানান কাজ সম্পাদনা করে থাকি। এবং ভবিষ্যতে দেশ ও জনগণের হয়ে নিরলস সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ করার অভিপ্রায় রয়েছে। আল্লাহ চাহেতু সেভাবে নিজেকে তৈরি করছি ইনশাআল্লাহ।
