প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর ২০২৫ , ০৫:২০পিএম

আশুলিয়ার সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট ও আইটি উদ্যোক্তা সেলিম রানাবাংলাদেশের সাইবার জগতকে সুরক্ষিত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে সিকিউরিটি প্রটেকশন নিরাপত্তা ও সেবা প্রধান করে থাকে।বিশেষ করে সেলেব্রিটি এবং বিশিষ্ট ব্যাক্তিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং পেজগুলোর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,ফেসবুক কপিরাইট পুনরুদ্ধার কাজও করে থাকে।বিভিন্ন সেলেব্রিটি ব্যাক্তিরা তার সহায়তা নিয়ে তাদের প্রোফাইল ও পেজ সুরক্ষা নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমার এই নিরলসপ্রচেষ্ঠা আমাকে আইটি খাতে একজন প্রভাবশালী ব্যাক্তি হিসেবে তুলে ধরেছে। এবং ফেসবুকে আইডি পেজ গ্রুপ এগুলোতে এক্সপার্ট যেকোনো সমস্যার সমাধান করে ফেলি দ্রুতই! অনেক মানুষের হ্যাক হওয়া আইডি পেজ গ্রুপ ইত্যাদি ব্যাক করে দিয়েছি। এবং অনলাইনে যেকোনো সমস্যার সমাধান করি খুব দ্রুত। ফেসবুক ইউটিউব রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান আছে। বর্তমানে cyber protection এবং it cyberfusion টিমে সিনিয়র এডমিন হিসাবে দায়িত্ব পালন করছি তিন বছর যাবত, আমাদের মূল লক্ষ্য ফেসবুক ও সকাল সামাজিক যোগাযোগ মাধ্যম অশ্লীলতা মুক্ত রাখা এবং নাস্তিক মুক্ত রাখা তিনি আরো বলেন, আমার বিশ্বাস, দেশের উন্নয়নে বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটর এবং সাইবার এক্সপার্ট দের ভূমিকা আর ও বৃদ্ধি পাবে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতা পাই। বাংলাদেশে ইউটিউব কনটেন্ট ক্রিয়েট, সাইবার সিকিউরিটি ও আইটি সেক্টরে অনেক ভালো কাজ করা সম্ভব।