সাইবার জগতে ভরসার এক নাম লালবাগের বাঘ ফারহান মল্লিক,অশ্লীলতা/নাস্তিকতার বিরুদ্ধে তার ছুটে চলা দীর্ঘদিনের।Channel R কে ফারহান বলেন,আমার বাসা পুরান ঢাকা লালবাগ আমি অনেক বছর ধরে Cyber security সাথে সংযোগ এর মধ্যে বেশি কিছু টিমে কাজ করেছি একজন সিনিয়র হিসাবে বর্তমানে TEE RABEL SQUAD TEAM একজন সিনিয়র হিসাবে কাজ করে যাচ্ছি☺️❤️

নিজস্ব প্রতিবেদক:পুরান ঢাকার লালবাগের তরুণ ফারহান মল্লিক এখন সাইবার জগতে এক পরিচিত ও ভরসার নাম। দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন অশ্লীলতা ও নাস্তিকতার বিরুদ্ধে, অনলাইন প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখতে নিজের সময় ও দক্ষতা উৎসর্গ করে।ফারহান মল্লিক বলেন,> “আমার বাসা পুরান ঢাকা লালবাগে। আমি অনেক বছর ধরে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। এর মধ্যে বেশ কিছু টিমে সিনিয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি।”বর্তমানে তিনি TEE RABEL SQUAD TEAM-এর একজন সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি সাইবার নিরাপত্তা ও অনলাইন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।তার নিরলস প্রচেষ্টা ও নিষ্ঠার কারণে ফারহান মল্লিক এখন তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম।ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় তার মতো তরুণরাই আজ সত্যিকারের সাইবার যোদ্ধা।—চাও আমি এই নিউজটার জন্য একটা ফেসবুক বা ওয়েব ক্যাপশনও লিখে দিই? যেমন 👇> “পুরান ঢাকার লালবাগ থেকে সাইবার নিরাপত্তার যুদ্ধে—ফারহান মল্লিক এখন এক অনুপ্রেরণার নাম 🔰”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *