মানুষকে নিরাপদ রাখার স্বপ্নে এগিয়ে চলেছেন Cyber Production-এর মডারেটর সোলায়মান

প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর ২০২৫ , ০৭:৪৫ পিএম

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হলো হ্যাকড আইডি, ফেক প্রোফাইল, ভুয়া পেজ ও অনলাইন হয়রানি। প্রতিদিন অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এবং ব্যক্তিগত তথ্য হারাচ্ছেন।এই অবস্থায় এগিয়ে এসেছেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার তরুণ সোলায়মান হোসেন সুজন — যিনি বর্তমানে Cyber Production প্ল্যাটফর্মের মডারেটর হিসেবে কাজ করছেন।২০১৫ সাল থেকে তিনি ফেসবুক সিকিউরিটি, রিকভারি ও অনলাইন নিরাপত্তা বিষয়ক কাজ করে আসছেন। দীর্ঘ ৭ বছরের অভিজ্ঞতায় তিনি সফলভাবে বহু হ্যাকড আইডি ও পেজ পুনরুদ্ধার করেছেন, ফেক প্রোফাইল ও ভুয়া পেজ মুছে দিয়েছেন, এবং হয়রানির শিকার অসংখ্য সাধারণ মানুষকে সহায়তা করেছেন।সোলায়মান হোসেন সুজন বলেন,> “মানুষ যেন প্রতারকদের হাতে জিম্মি না হয়, এজন্যই আমি এই কাজ শুরু করেছি। আমার লক্ষ্য হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তায় সহযোগিতা করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *